মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থা

আমাদের আজকের আলোচনার বিষয় মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থা।

মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থা:-

 

মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থা
গড়াই সেতু – মাগুরা জেলা

 

যোগাযোগ ব্যবস্থা

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলার সাথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থা খুবই সমৃদ্ধ। নির্মানাধীন স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরো সমৃদ্ধ হবে বলে আশা করা যায়।

সড়ক পথে ঢাকা হতে মাগুরা জেলায় যোগাযোগ সম্পর্কিত তথ্য :

বাসযোগেঃ ঢাকার গাবতলী বাস টার্মিনাল হতে মাগুরা ১৮০ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ঢাকা-মাগুরা-ঢাকা রুটে দেশের  বিভিন্ন স্বনামধন্য কোম্পানির বাস চলাচল করে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অন্যান্য জেলার সাথে মাগুরা জেলার বাস যোগে যোগাযোগের ব্যবস্থা

জেলার নামমাগুরা হতে দূরত্বরুটযাত্রারস্থানউল্লেখযোগ্য বাস
ফরিদপুর৪৮কি.মি.খুলনা-ফরিদপুরমাগুরা ঢাকা রোড স্ট্যান্ড ও ভায়না বাস স্ট্যান্ডখুলনা হতে ফরিদপুর গামীবাস
যশোর৪৭কি.মি.মাগুরা-যশোরভায়না বাসস্ট্যান্ডসকাল ৮-০০টা হতে সন্ধ্যা ৭-০০টা
পর্যন্ত প্রতি ঘন্টায় এক্সপ্রেস সার্ভিস
নড়াইল৩৩কি.মি.মাগুরা-গঙ্গারামপুরচাউলিয়া বাসস্ট্যান্ডমাগুরা হতে নড়াইল সরাসরি সার্ভিস নাই।
গঙ্গারামপুর হতে বাসযোগে নড়াইল যাওয়া যায়।
ঝিনাইদহ২৮কি.মি.মাগুরা-ঝিনাইদহমাগুরা ঢাকা রোড স্ট্যান্ড ও ভায়না বাসস্ট্যান্ডসকাল ৭-০০টা হতে সন্ধ্যা ৭-০০ টা পর্যমত্ম প্রতি ঘন্টায় সার্ভিস এছাড়া ফরিদপুর-কুষ্টিয়া রম্নট এবং মাগুরা-ঝিনাইদহ-যশোর রুটেরবাসে ঝিনাইদহ যাওয়া যায়।
কুষ্টিয়া৬৫কি.মি.ফরিদপুর-কুষ্টিয়ামাগুরা ঢাকা রোড স্ট্যান্ড ও ভায়না বাসস্ট্যান্ডফরিদপুর হতে কুষ্টিয়াগামীবাস
খুলনা১১০কি.মি.ফরিদপুর-খুলনাবাসটার্মিনাল, মাগুরা ঢাকা রোড স্ট্যান্ড ও ভায়না বাসস্ট্যান্ডফরিদপুর হতে খুলনাগামী বাস এবং বরিশাল হতে খুলনাগামী বাস
সাতক্ষীরা১১০কি.মি.ঢাকা-সাতক্ষীরামাগুরা ঢাকা রোড স্ট্যান্ড ও ভায়না মোড়ঢাকা হতে সাতক্ষীগামী বাস
চুয়াডাঙ্গা৬৮কি.মি.ফরিদপুর-চুয়াডাঙ্গামাগুরা ঢাকা রোড স্ট্যান্ড ও ভায়না বাসস্ট্যান্ডসকাল ৯-০০টা শাহফরিদ, ৯-৩০টা রেখা, ১-১০টা সাথি, ২-০০টা চলমিত্মকা,
৩-০০টা খন্দকার, রাত ৮-১৫টা আলসামী
রাজশাহী৩০০কি.মি.ফরিদপুর-রাজশাহীমাগুরা ঢাকা রোডস্ট্যান্ড ও ভায়না বাসস্ট্যান্ডতুহিন পরিবহণ ও বিআরটিসি বাসসকাল ১০-০০টা ও রাত ৮-০০টা
পাবনা২০০কি.মি.ফরিদপুর-রাজশাহীমাগুরা ঢাকা রোড স্ট্যান্ড ও ভায়না বাসস্ট্যান্ডতুহিন পরিবহণ ও বিআরটিসি বাসসকাল ১০-০০টা ও রাত ৮-০০টা
বরিশাল২০০কি.মি.বরিশাল-খুলনামাগুরা ঢাকা রোডস্ট্যান্ড ও ভায়না বাসস্ট্যান্ডখুলনা হতে বরিশালগামী বাস

 

মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থা
মধুমতি নদী – মাগুরা জেলা

 

মাগুরা জেলার বাসযোগে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা

গন্তব্য স্থানমাগুরা সদর হতে দূরত্বরুটযাত্রারস্থানউল্লেখযোগ্য বাস
শ্রীপুর১৪কি.মি.মাগুরা- লাঙ্গলবাঁধনতুন বাজার শ্রীপুর বাসস্ট্যান্ডমাগুরা জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির বাস
লাঙ্গলবাঁধ২৪কি.মি.মাগুরা- লাঙ্গলবাঁধনতুন বাজার শ্রীপুর বাসস্ট্যান্ড,,
মহম্মদপুর২৬কি.মি.মাগুরা-মহাম্মদপুরঢাকা রোডবাসস্ট্যান্ড,,
নহাটা২৫কি.মি.মাগুরা-গঙ্গারামপুরচাউলিয়া বাসস্ট্যান্ড,,
রাজাপুর২০কি.মি.মাগুরা-গঙ্গারামপুরচাউলিয়া বাসস্ট্যান্ড,,
শত্রুজিৎপুর১১কি.মি.মাগুরা-গঙ্গারামপুরচাউলিয়া বাসস্ট্যান্ড,,
বেরইলপলিতা২৮কি.মি.মাগুরা-গঙ্গারামপুরচাউলিয়া বাসস্ট্যান্ড,,
জগদল৮কি.মি.মাগুরা-বুনাগাতীমীরপাড়া বাসস্ট্যান্ড,,
বুনাগাতী২২কি.মি.মাগুরা-বুনাগাতীমীরপাড়া বাসস্ট্যান্ড,,
আড়পাড়া১৬কি.মি.মাগুরা-যশোরভায়না বাসস্ট্যান্ড,,
সীমাখালী২৪কি.মি.মাগুরা-যশোরভায়না বাসস্ট্যান্ড,,

 

আরও পড়ূনঃ

Leave a Comment