মাগুরায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে স্টেডিয়াম চত্ত্বর থেকে সাইক্লিং প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় ধলহরা মোড়ে গিয়ে। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

নতুন বাংলাদেশ গড়তে মাদক নির্মূল ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্যসচিব মো. হুসাইনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিযোগিতাটি বাস্তবায়ন করে জেলা প্রশাসন মাগুরা ও ছাত্র প্রতিনিধিরা।

আরও দেখুনঃ