মাগুরায় মিলল যুবকের গলাকাটা মরদেহ

মাগুরার শ্রীপুরে মান্নান মোল্যা (৩৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

মাগুরায় মিলল যুবকের গলাকাটা মরদেহ

নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট, গায়ে নীল রঙের জ্যাকেট ও পায়ে কালো জুতা ছিল। তিনি উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্ল্যা ছেলে এবং মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত মান্নান মোটরসাইকেল রাইড শেয়ার করতো বলে জানা গেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment