আমাদের আজকের আলোচনার বিষয় মাগুরা জেলার ম্যাপ।
মাগুরা জেলার ম্যাপ:-

অবস্থান
মাগুরা জেলা মাগুরা ২৩ ডিগ্রী ২৯ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রী ২৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এ জেলাটি খুলনা বিভাগে অবস্থিত। এ জেলার উত্তরে রাজবাড়ী, দক্ষিণে যশোর ও নড়াইল, পূর্বে নড়াইল ও ফরিদপুর জেলা এবং পশ্চিমে ঝিনাইদহ জেলা অবস্থিত। মাগুরা জেলা সমুদ্র সমতল হতে ২৬ ফুট উচ্চে অবস্থিত। মাগুরা খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
আয়তন
মাগুরা জেলার মোট আয়তন ১০৪৯ বর্গ কি: মি:। জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে ৭৮৭ জন।

ভূ-প্রকৃতি
মাগুরা বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অত্মর্গত জেলা। মাগুরা জেলার ভূতাত্ত্বিক যুগে অর্থাৎ সত্তর হাজার বছর আগে সৃষ্ঠি হয়েছে। মূলত পক্ষ নদীর পলি সঞ্চয়নের দ্বারা এ বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছিল।
ভূ-তাত্ত্বিক গঠন
মাগুরা জেলার পূর্ব অঞ্চল ব্যতিত প্রায় সমগ্র অংশ সমান উচ্চতা বিশিষ্ট। ৪র্থ মহাযুগীয় পলল সঞ্চয় দ্বারা মাগুরা জেলা গঠিত। এ জেলার মৃত্তিকার পর্যালোচনায় দেখা যায় উপরের অংশ কাদা পলি এবং শুষ্ক পলি রয়েছে। এ অংশে ৫০ ফুট হতে ১৫০ ফুট পর্যন্ত গভীর। পরবর্তী অংশে শুষ্ক পলির সাথে মধ্যমাকৃতির মোটা বালিকনা রয়েছে। মাগুরা জেলায় সমভূমি গঠনে পদ্মা এবং তার দুটি প্রধান শাখা নদী মাথা ভাঙ্গা এবং গড়াই/মধুমতির বিশেষ অবদান রেখেছে।

নৃ-তাত্ত্বিক
মাগুরায় বসবাসরত জনগোষ্ঠির তেমন সৃস্পষ্ট নৃতাত্ত্বিক পরিচয় পাওয়া যায় না। ধারণা করা হয় এখানকার জনগোষ্ঠি প্রাচিন দ্রাবিড়, মঙ্গোলীয়, অস্ট্রালয়েড জনগোষ্ঠীর মিশ্রণে সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ
