আমাদের আজকের আলোচনার বিষয় মাগুরা জেলার উপজেলা।
মাগুরা জেলার উপজেলা:-
মাগুরা জেলায় ৪টি উপজেলা রয়েছে। এগুলো হলো:
মাগুরা সদর উপজেলা
মাগুরা সদর-উপজেলা বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলার অন্তর্গত একটি উপজেলা। ৪৫০.৫ কিমি২ ক্ষেত্রফল বিশিষ্ট মাগুরা সদর-উপজেলা উত্তরে শ্রীপুর উপজেলা এবং ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা, দক্ষিণে শালিখা-উপজেলা, পূর্বে মহম্মদপুর উপজেলা ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, পশ্চিমে ঝিনাইদহ সদর উপজেলা ও শালিখা উপজেলা।এটি ২৩.০১৭° ও ২৩.০৩৪° উত্তর অক্ষাংশে এবং ৮৯.০১৭° ও ৮৯.০৩২° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

শ্রীপুর উপজেলা
শ্রীপুর উপজেলা বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত একটি উপজেলা। শ্রীপুর উপজেলার আয়তন ১৭৯.১৮ বর্গ কিলোমিটার। মাগুরা জেলার উত্তর-পূর্বাংশে শ্রীপুর উপজেলার অবস্থান। উপজেলার উত্তরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও বালিয়াকান্দি উপজেলা, দক্ষিণে মাগুরা সদর-উপজেলা, পূর্বে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা ও বালিয়াকান্দি উপজেলা, পশ্চিমে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা। গড়াই নদী ও কুমার নদী শ্রীপুরের উল্লেখযোগ্য নদ-নদী।

মহম্মদপুর উপজেলা
মহম্মদপুর উপজেলা বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত একটি উপজেলা। মহম্মদপুর উপজেলার আয়তন ২৩৪.২৯ বর্গ কিলোমিটার। মাগুরা জেলার পূর্ব-দক্ষিণাংশে মহম্মদপুর উপজেলার অবস্থান। উপজেলার উত্তরে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, দক্ষিণে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, পূর্বে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা, আলফাডাঙ্গা উপজেলা, পশ্চিমে শালিখা-উপজেলা, মাগুরা সদর-উপজেলা ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলা।

শালিখা উপজেলা
শালিখা বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত একটি উপজেলা। মাগুরা জেলা শহর থেকে শালিখা-উপজেলা ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শালিখা-উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় আড়পাড়া থেকে। এখানে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও থানা রয়েছে।
শালিখা-উপজেলার উত্তরে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলা ও মাগুরা সদর উপজেলা, দক্ষিণে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা, পূর্বে নড়াইল সদর উপজেলা, মাগুরা সদর-উপজেলা, নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও মহম্মদপুর উপজেলা, পশ্চিমে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলা।
আরও পড়ুনঃ
