মাগুরার শ্রীপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতের আধারে উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল মালিক মিন্টুর বাড়ির পাশে একটি পুকুরের এই ঘটনা ঘটে।

 

মাগুরার শ্রীপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

জানা গেছে, কে বা কারা রাতের আধারে শত্রুতা বসত পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে।  সকালে পুকুরের মালিককে পাশেপাশের লোকজন খবর দিলে মিন্টু শিকদার ও বাড়ির লোকজন গিয়ে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে। এতে পুকুরের মালিক মিন্টু প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে হবে দাবি করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

পুকুরে বিষ প্রয়োগ

এ বিষয়ে মিন্টু শিকদার বলেন, এক একর ৪০ শতাংশ জমিতে পুকুর খনন করে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাশ, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেছিলাম। গত রাতে প্রতিহিংসা করে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এতে আমার প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেও কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও দেখুনঃ

Leave a Comment