মাগুরা শহরের নতুন বাজার এলাকায় কাত্যায়নী পূজা চলাকালে সন্ত্রাসী হামলায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে ছানারবটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
মাগুরায় ছাত্রদলের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম
এসময় সেখানে কাত্যায়নী পূজার বিজয় দশমী উপলক্ষে দর্শনার্থীদের ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ভিড়ের মধ্যে শহরের দোয়ারপাড়া এলাকার কিছু সশস্ত্র যুবক অপর কয়েকজন যুবকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আহতরা হলেন, মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত (২০), সোহান (১৭), অন্তর (১৬), হৃদয় (১২) নামের চারজন বিএনপি ছাত্রদল নেতাকর্মী। তাদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসে। হামলাকারীরা দোয়ারপাড়া এলাকার ছাত্রলীগ কর্মী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম অভিযোগ করে বলেন, কাত্যায়নী পূজার বিজয় দশমী উপলক্ষে ওই এলাকাতে অনেক লোকের সমাগম হয়েছিল। সেখানে দোয়াপাড়, নিজনান্দুয়ালী এলাকার ছাত্রলীগ কর্মীরা বিএনপি ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করে এতে চার জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ আয়ুব আলী বলেন, কাত্যায়নী পূজা উপলক্ষে মেলা চলাকালে প্রচণ্ড ভিড় হয়েছিল। ভিড়ের মধ্যে কারা সংঘর্ষের সঙ্গে জড়িয়েছে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে নিশ্চিত করে বলতে পারছি না কারা হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও দেখুনঃ