মাগুরায় উঠতে শুরু করেছে দেশি জাতের লিচু

মাগুরায় উঠতে শুরু করেছে দেশি জাতের লিচু, মাগুরায় লিচুর ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে দেশী জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে। এ বছর লিচুর ফলন কম হলেও অন্তত ৩০ কোটি টাকার বাণিজ্য হবে বলে ধারণা করছেন স্থানীয় লিচু ব্যবসায়ী ও চাষিরা।জানা গেছে , জেলার হাজরাপুর , ইছাখাদা , রাউতড়া , খালিমপুর , হাজীপুর , রাঘবদাইড়, নড়িহাটি ,  শিবরামপর সহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়েছে । এ সমস্ত এলাকায় তিন  হাজারেও বেশি বাগান রয়েছে। যেখানে দেশী জাতের পাশাাপাশি  বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর বাগান গড়ে উঠেছে।

 

মাগুরায় উঠতে শুরু করেছে দেশি জাতের লিচু

 

মাগুরায় উঠতে শুরু করেছে দেশি জাতের লিচু

 

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর ও রাঘবদাইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৫৮০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। বাগান গড়ে উঠেছে ২১০০টি। এছাড়া অন্যান্য ইউনিয়নে আরো কয়েক হাজার বাগানে লক্ষাধিক গাছ রয়েছে। এ বছর লিচুর ফলন কম হলেও ৩০ কোটি টাকার লিচু

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পাওয়া যাবে বলে লিচু চাষিরা মনে করছেন।ইতিমধ্যে এসব বাগানের স্থানীয় জাতের লিচু মাগুরা শহরের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে। যেখানে প্রতি শত লিচু দেড় থেকে দুই শত টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

 

মাগুরায় উঠতে শুরু করেছে দেশি জাতের লিচু

 

আরও পড়ুন:

Leave a Comment