মাগুরা সদর উপজেলা কুচিয়ামোড়া ইউনিয়ন বাটিকা বাড়িয়া বাজার এলাকায় দুই পক্ষের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সামাজিক দলের নেতা শফি মোল্লা ও সাবেক ইউপি সদস্য বাবুল মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হলেন, তরিকুল বিশ্বাস (৪০) আশিক (৩৫) বাহারুল মোল্লাসহ (৫০) আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটায় জানা যায়।

আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রথমিকভাবে জানা গেছে, স্থানীয় সামাজিক দলের নেতা শফি মোল্লা ও ইউপি সদস্য বাবুল মোল্যা উভয়েই বিএনপির সমার্থক বলে এলাকায় পরিচিত।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, ‘বাটিকা বাড়িয়া বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। আশা করছি পুনরায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটবে না।
আরও দেখুনঃ