মাগুরা জেলা কিসের জন্য বিখ্যাত

আমাদের আজকের আলোচনার বিষয় মাগুরা জেলা কিসের জন্য বিখ্যাত।

মাগুরা জেলা কিসের জন্য বিখ্যাত:-

মাগুরা জেলা রসমালাই ও মধুমতি নদীর জন্য বিখ্যাত।

 

মাগুরা জেলা কিসের জন্য বিখ্যাত
কবি ফররুখ আহমদ এর বাসস্থান – মাগুরা জেলা

 

রসমালাই:-

রসমালাই দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এর একটি জনপ্রিয় মিষ্টি খাদ্য। ছোট ছোট আকারের রসগোল্লাকে চিনির সিরায় ভিজিয়ে তার উপর জ্বাল-দেওয়া ঘন মিষ্টি দুধ ঢেলে রসমালাই বানানো হয়। বাংলাই রসমালাইয়ের উৎপত্তি স্থল। বাংলাদেশের কুমিল্লার এবং ভারতের কলকাতার রসমালাই খুবই বিখ্যাত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মধুমতি নদী:-

মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার, গড় প্রস্থ ৪০৮ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক মধুমতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৭৪।

মধুমতি নদীটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে প্রবহমান গড়াই নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে [[শালদহ নদী]তে নিপতিত হয়েছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ স্তিমিত হলেও বর্ষার সময় দুকূল উপচে নদী অববাহিকায় বন্যা হয়। নদীটির উজানের অংশ জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।

 

মাগুরা জেলা কিসের জন্য বিখ্যাত
ছান্দড়া জমিদার বাড়ি – মাগুরা জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment