চাঁদের বিরুদ্ধে মামলার নির্দেশ এমপি শিখরের,রাজশাহীর শিবপুর হাইস্কুল মাঠে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বক্তব্যে প্রধানমন্ত্রীকে দেওয়া হত্যার হুমকির সূত্র ধরে তাকে জুতাপেটা করার অভিপ্রায় ব্যক্ত করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। একইসঙ্গে তিনি দলীয় আইনজীবীদের তার বিরুদ্ধে আদালতে মামলা করার নির্দেশ দিয়েছেন।
চাঁদের বিরুদ্ধে মামলার নির্দেশ এমপি শিখরের
সোমবার বিকালে মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামে আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিপ্রায় ও নির্দেশনার কথা জানান।মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি দাউদ জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাইফুজ্জামান শিখর বলেন, খুনি জিয়াউর রহমানের উত্তরসূরিরা খুনটাকেই বেছে নেবেন এটি স্বাভাবিক।

দেশের মানুষ জননেত্রী হাসিনার নেতৃত্বে ভালো আছে। আমরা সেই ভালোলাগাকে ধরে রাখতে চাই। অথচ রাজশাহীর কুলাঙ্গার পুত্র আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। আমাদের যেসব আইনজীবী আছেন আপনারা তার বিরুদ্ধে আদালতে মামলা করবেন। আমরা মাগুরাবাসীর পক্ষ থেকে ওকে জুতাপেটা করতে চাই।আলোচনা সভায় অন্যদের মধ্যে মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক সজল মোল্যাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এর আগে রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতারের দাবি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: